বামনডাঙ্গার স্থানীয় শিক্ষানুরাগী যুব সম্প্রদায় শিক্ষার আলো বিকশিত করার লক্ষ্যে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। অতঃপর জনাব এ.কে.এম. আব্দুল হক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ও অত্র এলাকার সর্বসাধারণের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতায় ১৯৮৭ সালের ২৮শে মে বামনডাঙ্গা আব্দুল হক কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালের ১৪ই মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক উচ্চ মাধ্যমিক স্তরের প্রাথমিক অনুমতি লাভ করে। ১৯৯৪ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। ২০১২ সালের ১২ই এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (পাস) কোর্স অধিভুক্তি লাভ করে। কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষক মণ্ডলির প্রচেষ্টায় শিক্ষার্থীদের নিজস্ব মেধা, চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তাকে যুগোপযোগি করে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।